গ্যাটকো মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পেছানো হয়েছে। আগামী ২৪ অক্টোবর শুনানির দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহেরের আদালতে মামলাটি শুনানির জন্য ছিল। এ মামলার ১৫ জন আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হয়। তবে, আদালত দুদকের আইনজীবীকে নতুন করে অভিযোগ গঠনের শুনানির কথা বলেছেন। পরে, আগামী ২৪ অক্টোবর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তবে, অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৫ জন। এদের মধ্যে নয়জন আসামি মারা গেছেন।