শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

আরও ৬ জনের মৃতু্য
যাযাদি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৪, ০০:০০
বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ২৪৭ জনের প্রাণ গেল এ রোগে। এ সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ১২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে গত ৬ অক্টোবর ১২২৫ জন এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৭৭ জন, ঢাকা বিভাগে ২৭৩ জন, ময়মনসিংহে ৩৮ জন, চট্টগ্রামে ১৯৬ জন, খুলনায় ১৪৬ জন, রাজশাহী বিভাগে

৪২ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫ হাজার ৬৯০ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮২৮ জন; আর ২১১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৮ হাজার ৬৬৮ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১৯২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে