চাকরি স্থায়ীকরণের দাবি

সরকারকে ১৫ দিনের সময় দিলেন আউটসোর্সিং কর্মীরা

সাত ঘণ্টার অবরোধে তীব্র যানজট, দুর্ভোগ যমুনায় বৈঠকে মিলেছে দাবি পূরণের আশ্বাস

প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দাবি মেনে নিতে ১৫ দিন সময় বেঁধে দিয়ে সাত ঘণ্টা পর ঢাকার শাহবাগ ছেড়েছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দুপুর থেকে ছড়িয়ে পড়ে শহরজুড়ে। শনিবার সরকারি ছুটির দিন হলেও রাস্তায় বের হওয়া নগরবাসীকে পড়তে হয় চরম ভোগান্তিতে। অবরোধ প্রত্যাহারের আগে বিকাল ৪টার দিকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ছয়জনের একটি প্রতিনিধিদল অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যান। তারা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে সেখানে বৈঠক করেন। বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস। সাংবাদিকদের তিনি বলেন, 'প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যতদ্রম্নত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। সংস্কার কমিটির মাধ্যমে এটি করা হবে। ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেও দাবি বাস্তবায়নে সময় বেঁধে দিয়েছেন তিনি। দাবি না মানলে 'বড় পরিসরে' রাজপথে নামার হুঁশিয়ারিও দেন। এর আগে শনিবার বেলা ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে দাবি-দাওয়া তুলে ধরেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েকশ' আউটসোর্সিং কর্মী। ফলে শাহবাগ ঘিরে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকাল ৫টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান। অবরোধ চলাকালে আউটসোর্সিং খাতে নিয়োজিত কর্মচারীরা বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়, বছর শেষে জুন মাসে নবায়ন করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করা হয়, ঘুষ না দিলে চাকরি চলে যায়। এ ছাড়া প্রতি মাসে বেতন না পাওয়া, কখনো কখনো পাঁচ থেকে ছয় মাস আবার এক থেকে দুই বছরও বেতন বকেয়া থাকে বলে অভিযোগ করেছেন অবরোধকারীরা। দীর্ঘদিন ধরে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা। একই দাবিতে শনিবারও তারা শাহবাগে জড়ো হলে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধের কারণে সায়েন্স ল্যাবরেটরি, মৎস্য ভবন বাংলামোটর থেকে শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। কয়েকজন পথচারী বলেন, 'শাহবাগের আশপাশে কাজ ছিল। যানজট থাকায় হেঁটে হেঁটে কাজ করতে হয়েছে। বাংলামোটর এলাকায় যানজটের শিকার হৃদয় নামে একজন বলেন, 'উত্তরা থেকে এক্সপ্রেস হাইওয়ে হয়ে বিজয় সরণি আসছি ৩০ মিনিটে। সেখান থেকে দীর্ঘ সময় বাসে বসে থেকে হেঁটে বাংলামোটর আসলাম। এখন হেঁটেই যেতে হবে শাহবাগ।' শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, 'চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আন্দোলন করেন। বিকাল ৫টার দিকে তারা শাহবাগ ত্যাগ করেন। সারা দিন এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক।