শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব উদ্বোধন

'মানুষ ভজলে সোনার মানুষ হবি' বাউল সম্রাট ফকির লালন শাহর এই আধ্যাত্মিক বাণীর স্স্নোগানে ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে তিন দিনব্যাপী ঐতিহাসিক লালন উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এই উৎসবের উদ্বোধন করেন। এ উপলক্ষে লালন একাডেমির মূল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমী, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে মূলমঞ্চে একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন।

সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি লালনের এই তিরোধান দিবস অনুষ্ঠানের আয়োজন করেছে। এর আগে সন্ধ্যায় গুরুকার্যের মধ্য দিয়ে সাধুসঙ্গের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অন্যদিকে, আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালনমেলা। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি টিভি, ওয়াচ টাওয়ারসহ কয়েকস্তরের নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ঐতিহাসিক এই লালন উৎসব শেষ হবে আজ রাতে।

উলেস্নখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের আধ্যাত্মিক সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহের মৃতু্যর পর প্রথমে তার অনুসারীরা পরে লালন একাডেমি ও জেলা প্রশাসন প্রতিবছর এই তিরোধান দিবসের অনুষ্ঠান আয়োজন করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে