শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে আরও ৮ মৃতু্য হাসপাতালে ১১০০

যাযাদি ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে আরও ৮ মৃতু্য হাসপাতালে ১১০০

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৮ জনের মৃতু্যর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪ জনে। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে মৃতু্যর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের প্রাণ নিয়েছিল ডেঙ্গু। এ ছাড়া গত একদিনে ১১০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৫০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন সকাল পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃতু্য হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগের হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃতু্য হয়েছে।

আর নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৯ জন, ঢাকা বিভাগে ১৬৭ জন, ময়মনসিংহে ৩২ জন, চট্টগ্রামে ১৪৮ জন, খুলনায় ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে ১২১ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ২৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৭৮৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭৯৭ জন; আর ১৯৯১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৬ হাজার ৯৯৫ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৫ জন।

গত সেপ্টেম্বর মাসে ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন, মৃতু্য হয় ৮০ জনের। আক্রান্ত ও মৃতু্যর দুটি সংখ্যাই এ বছরের সর্বোচ্চ। অক্টোবরের প্রথম ১৭ দিনে ১৬ হাজার ১১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃতু্য হয়েছে ৭১ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে