ওএমএসে ২০ স্থানে ১০ কৃষিপণ্য বিক্রি

প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীতে ওপেন মার্কেট সেলের (ওএমএস) আওতায় বুধবার থেকে আলু, ডিম, পেঁয়াজ ও পটোল বিক্রি শুরু হয়েছে। রাজধানীর ২০টি স্থানে স্বল্পমূল্যে এসব পণ্য কিনতে পারছেন সাধারণ মানুষ। মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উলস্নাহ মিয়া বলেন, 'নির্দিষ্ট আয়ের মানুষের স্বস্তি দিতে আমরা প্রথমবারের মতো পচনশীল পণ্য যেমন আলু, ডিম, পেঁয়াজ ও পটোল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি শুরু করেছি। সরকার রাজধানীতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিম্ন আয়ের গোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে কিছু সবজি বিক্রি করবে।' বুধবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ের সামনে আলু, ডিম, পেঁয়াজ ও পটোল বিক্রি শুরু হয়। প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০, প্রতি কেজি পেঁয়াজ ৭০ এবং সবুজ শাকসবজি বিদ্যমান বাজারদরের চেয়ে অন্তত ২০-৩০ শতাংশ কমে বিক্রি হয়েছে। আগামী দুই সপ্তাহে পাইলট প্রকল্প সফল হলে বিক্রয় পয়েন্ট এবং দিনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য বিক্রি হয়েছে খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়েরবাজার, রাজারবাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণখান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলায়। এগ্রিকালচারাল মার্কেটিং বিভাগ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।