মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

লক্ষ্ণীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

যাযাদি ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৪, ০০:০০
লক্ষ্ণীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

লক্ষ্ণীপুরে মেঘনা ক্লাসিক নামক একটি বাসের সিলিন্ডারে গ্যাস ভরার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রিনলিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতরা হলেন- হৃদয় (১৯), ইউসুফ (৩২) ও সুজন (২৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

হৃদয় লক্ষ্ণীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। তিনি পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে, আর সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে।

বিস্ফোরণে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের কারও হাত, কারও পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন।

তিনি আরও জানান, আহতদের লক্ষ্ণীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সদর থানার ওসি আব্দুল মনাফ বলেন, 'মাইশা ইকরা ক্ল্যাসিক' নামে বাসটি 'ক্ল্যাসিক মেঘনা' ব্যানারে চলছিল। বাসটিতে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃতু্য হয়। পরে আরেকজন মারা যান। ওর বাইরে আরও ১৪ জন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।'

এদিকে সোমবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি)

রাজীব কুমার সরকার সদর হাসপাতালে পরিদর্শন করে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন। নিহত ৩ জনের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের তালিকা করে তাদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

তিনি সাংবাদিকদের বলেন, বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্তকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বাখরাবাদ গ্যাস বিভাগের কর্মকর্তা ও বিআরটিএ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। দ্রম্নত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রম্নত ব্যবস্থা নেওয়া হবে।

ডিসির সঙ্গে ঘটনাস্থল লক্ষ্ণীপুর পৌরশহরের ইসলাম মার্কেট এলাকার গ্রিনলিফ ফিলিং স্টেশন ও সদর হাসপাতাল পরিদর্শনে ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান ও লক্ষ্ণীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে