বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

আজ বিজয়া দশমী

যাযাদি ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
আজ বিজয়া দশমী

শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আজ সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পন ও বিসর্জন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

শনিবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথিতে বিহিত পূজা এবং দর্পন বিসর্জনের মাধ্যমে মন্ডপে মন্ডপে দেবীদুর্গার আরাধনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা; তবে বিসর্জনের ক্ষণ এগিয়ে

আসায় ছিল বিদায়ের সুরও।

এদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেখা যায় ঢাকের বাদ্যির সঙ্গে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। এবার তিথির কারণে মহানবমী পূজার পরই দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, 'এবার নবমী তিথি শুক্রবার শুরু হয়ে শনিবার সকাল ৬-১৩ মিনিট পর্যন্ত ছিল। ফলে আমরা ভোর থেকেই নবমীর বিহিত পূজা শুরু করেছি। এবার তিথি অনুযায়ী, নবমী পূজা সকাল ৯-২০ মিনিটের মধ্যে শেষ করার নিয়ম ছিল। এখানে সকাল সাড়ে ৮টার মধ্যে নবমী পূজা শেষ করে ৮-৫০ মিনিটে ভক্তরা দেবীকে অঞ্জলি প্রদান করেন। পরে শুরু হয় দশমীর বিহিত পূজা।'

প্রণব চক্রবর্তী বলেন, 'সকাল ৬-১৪ মিনিট থেকে দশমী তিথি শুরু হয়েছে। এই দশমী তিথি রাত পৌনে ৪টা পর্যন্ত থাকবে। দশমী তিথিতে দিনের মধ্যে পূজা করার নিয়ম আছে। এ জন্য আমরা নবমীর পরই দশমী পূজা করছি।'

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই 'আগমন ও প্রস্থানের' মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

মহালয়ার মধ্য দিয়ে ২ অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছিল। ওইদিন থেকেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার সূচনা হয়। এরপর গত বুধবার ষষ্ঠী থেকে পাঁচ দিনের যে দুর্গোৎসব শুরু হয়েছিল, রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

মধ্যে বৃহস্পতিবার নবপত্রিকায় প্রবেশ ও স্থাপনে হয় মহাসপ্তমী। পরদিন শুক্রবার সকালে কুমারী পূজার পাশাপাশি মহাঅষ্টমীর বিহিত পূজা এবং সন্ধিপূজা হয়।

দশমীতে প্রতিমা বিসর্জনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য আচার নিয়ে প্রণব চক্রবর্তী বলেন, 'আরও অনেক কিছু সংযুক্তি রয়েছে- যেমন সিঁদুর খেলা, মাকে মিষ্টি দান, শোভাযাত্রা এবং প্রতিমা বিসর্জন। এগুলো রোববার হবে।'

দশমীর দিন দর্পন বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের নিয়ম থাকলেও এবার সেটি না হওয়ার কারণ ব্যাখ্যা করে প্রণব চক্রবর্তী বলেন, 'দর্পন বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের নিয়ম থাকলেও আরেকটি নিয়ম আছে। ওইদিনের মধ্যে যদি শ্রবণা নক্ষত্রের শেষ প্রাত হয়, তাহলে দর্পন বিসর্জনের পর প্রতিমা বিসর্জন দিতে হবে। কিন্তু শ্রবণা নক্ষত্রের শেষ প্রাত হচ্ছে অনেক রাতে। ফলে রাতে তো বিসর্জন দেওয়া যাবে না। এ জন্য রোববার বিসর্জন দেওয়া হবে। তবে দশমীর যে পূজা, সেটি শনিবার দিনেই করা হচ্ছে।'

পূজায় অঞ্জলি দিতে ঢাকেশ্বরী মন্দিরে আসা শ্রীমাণ চক্রবর্তী বলেন, 'মা এসেছেন, আবার দেখতে দেখতে মায়ের বিদায়বেলাও হয়ে গেছে। শেষবেলায় মায়ের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন।'

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় বলেন, 'নবমীতে এসেই পূজার ষোলোকলা পূর্ণ হয় এবং বিদায়ের সুর বাজে। দশমীতে বিদায় জানানো হয়। এবার নবমীতেই দর্পনে বিসর্জন হয়েছে, ফলে মাকে আমরা বিদায় দিয়েছি। প্রতীকীভাবে মায়ের বিদায় হবে রোববার।'

এদিকে, পূজা উদ্‌?যাপন পরিষদ জানিয়েছে, দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মন্ডপে এবার পূজা হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮টি। এর মধ্যে ঢাকা মহানগরে এবার ২৫২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে, গত বছর হয়েছিল ২৪৮টিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে