সব পূজামন্ডপ নিরাপত্তা বলয়ের মধ্যে আছের্ যাব মহাপরিচালক

প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশের সব দুর্গাপূজার মন্ডপই নিরাপত্তা বলয়ের মধ্যে আছে মন্তব্য করে র?্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, 'দুর্গাপূজাকে কেন্দ্র করের্ যাব কঠোর অবস্থানে আছে। যেখানে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে সেখানে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, টহলও জোরদার আছে। সব মিলিয়ে আমাদের দেশে যে ৩২ হাজার পূজামন্ডপ আছে সেগুলো পুরো নিরাপত্তা বলয়ের মধ্যে আছে।' বৃহস্পতিবার রাতে র?্যাব মহাপরিচালক গাজীপুর শহরের কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শহিদুর রহমান বলেন, 'পূজামন্ডপে ছোটখাটো দুই-একটি ঘটনার অভিযোগ এসেছে। তাৎক্ষণিকভাবে সেখানে দ্রম্নত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা এসব অপকর্ম করছে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। কিশোরগঞ্জ, বরিশালের বাকেরগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে এবং প্রায় ক্ষেত্রেই ওইসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।' তিনি বলেন, 'দুষ্কৃতকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং নাশকতামূলক তথ্য ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, তাদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।' মন্দির পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম, গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকার র?্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর ও জেলায় ৪১২টি মন্দিরে দুর্গাপূজা হচ্ছে।