যশোরেশ্বরী মন্দির
উদ্ধার হয়নি সেই সোনার মুকুট, হয়নি মামলা-আটকও
প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির থেকে চুরি হয়ে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট উদ্ধার করতে পারেনি শ্যামনগর থানা পুলিশ। হয়নি মামলাও। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত কেউ অটক হয়নি।
বৃহস্পতিবার দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে বলে মন্দির কমিটির দাবি। চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে একটি যুবককে মুকুট ছিনিয়ে নিতে দেখা গেছে।
জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মন্দিরে একটি মানতের অন্নপ্রাশনের পূজা শেষে পুরোহিত
দিলীপ কুমার ব্যানার্জি সেবায়তের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়িতে যান। এসময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরাও উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।
সেবায়তের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, 'দুপুরে একটি অন্নপ্রাশনের পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য অসাবধানবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউওয়েলে যাই বাসনপত্র ধুতে। পরে সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নাই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে সেটি জানাই।'
এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, '২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগরে ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে এসে উপহার স্বরুপ প্রতিমার মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে সেখানে পূজা অর্চনা করেন। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শ্রীশ্রী যশোরেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন যুবক প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি নিয়ে তার পিছনে শার্টের ভিতরে লুকিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই যুবককে আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। সন্ধান পেলেই তাকে গ্রেফতার করা হবে।
উদ্বেগ ভারতীয় হাইকমিশনের
এদিকে, সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের মুকুট চুরির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
শুক্রবার এক বিবৃতিতে হাইকমিশন বলেছে, '২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালীমন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটা চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।'
২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে ওই মন্দির পরিদর্শন করেন। তখন তিনি উপহার হিসেবে এই সোনার মুকুট কালী প্রতিমার মাথার পরিয়ে দেন।