চার দিনের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
প্রকাশ | ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
এসএম আলমাস, কুয়াকাটা
দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কুয়াকাটা। দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পর এই প্রথম পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। দুশ্চিন্তা শেষে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। এদিকে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে রয়েছে কুয়াকাটা টু্যরিস্ট পুলিশ।
শুক্রবার কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের আগমনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উত্তাল সমুদ্রে গোসল, হৈ হুলেস্নাড়, ঢেউয়ের
সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ উলস্নাস ও উন্মাদনায় মেতে ওঠেন নানা বয়সি পর্যটকরা। সৈকতের ওয়াটার বাইক, স্পিডবোর্ড এবং টিউবে চরে সমুদ্রে ঘুরে বেড়ান পর্যটকরা। কেউ কেউ আবার সৈকতের বালিয়াড়িতে আঁকেন নানা আলপনা। এমন ছন্দময় সময়কে স্মরণীয় করে রাখতে অনেকেই সৈকতের ফটোগ্রাফার দিয়ে ছবি তুলেছেন, কেউ কেউ ছাতার নিচে বসে সমুদ্র ও সমুদ্রের ঢেউ উপভোগ করেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে সৈকতের প্রকৃতি দেখেন।
আগত পর্যটকরা সমুদ্রের এমন রূপ দেখে খুবই খুশি। মৌসুমের শুরুতে বর্ষার শেষে ছুটির দিনে পর্যটকদের এমন ভিড় দেখে হতাশা কেটে গেছে পর্যটন ব্যবসায়ীদের। হোটেল-মোটেল রিসোর্টগুলোতে স্বাভাবিক ভাড়ায় রুম পেয়ে খুশি পর্যটকরা। খাবার হোটেল, ঝিনুক মার্কেট, রাখাইন মার্কেট, মিশ্রিপাড়া তাঁতপলস্নীতে বেচাকেনায় খুশি পর্যটননির্ভর ব্যবসায়ীরা।
বরিশালের মুলাদী থেকে আসা পর্যটক দীপঙ্কর বলেন, 'আমি এর আগেও কুয়াকাটায় বেড়াতে এসেছি। এবার আমি আমার স্ত্রীকে নিয়ে এসছি। কুয়াকাটা খুবই সুন্দর জায়গা। তাই আমি বারবার আসি।'
যশোর থেকে আসা পর্যটক মাহফুজুর রহমান বলেন, পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা আসছি। বাচ্চাদের নিয়ে গোসল করতে সমুদ্র নেমেছি। পরিবারের সবাই আনন্দ উলস্নাসে গোসলে মেতেছে। তবে দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। তাই এগুলোর আমূল পরিবর্তন দরকার।
ঢাকা থেকে আসা নারী পর্যটক দিবা বলেন, কুয়াকাটার প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু খুবই সুন্দর, আমার ভালো লেগেছে। কুয়াকাটার অনেক গল্প শুনেছি, অনেকদিন ধরেই আসব আসব ভাবতেছিলাম, তাই এবারের ছুটিতে চলে এসেছি।
কুয়াকাটা টু্যরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন শুভ বলেন, পর্যটকের চাপ একটু বেশি রয়েছে। তাই পর্যটকের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে টু্যরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মাঠে টহল টিম কাজ করছে। কুয়াকাটার প্রতিটি দর্শনীয় স্থানে আমাদের টিম রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত আমরা।