লুৎফর রহমান

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রবীণ ফটোসাংবাদিক লুৎফর রহমানের ১৭তম মৃতু্যবার্ষিকী আজ শুক্রবার। তিনি জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ১৯২৬ সালে। তার বাবা সপরিবারে রাজশাহীতে চলে আসেন। তার শৈশব-কৈশোর ও তারুণ্যে সোনালি দিনগুলো কেটেছে রাজশাহীর মহানগরীর কেন্দ্রস্থল বড়কাঠি এলাকায়। যৌবনেই ছবি তোলা তার একটা শখের বিষয়ে দাঁড়িয়েছিল। পরে পেশাদারিত্ব হয়ে যায়। দীর্ঘ ৪৫ বছরের কর্মময় জীবনে প্রয়াত লুৎফর রহমান ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচনী প্রচারণা, '৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অসংখ্য দুর্লভ ছবি তুলেছেন। স্বাধীনতার পরবর্তী দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ও ঘরোয়া মুহূর্তের বহু মূল্যবান ছবি তার ক্যামেরায় ধারণ করেছেন। যা কালের সাক্ষী; ইতিহাসের দৃশ্যপট হিসেবে প্রজন্ম ও প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে। ১৯৭২ সালে বাংলাদেশ সরকার প্রবর্তিত ১০ টাকার নোটে ব্যবহৃত বঙ্গবন্ধুর ছবিটিও তারই তোলা। এ জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে, তিন মেয়ের জনক ছিলেন। দুই মেয়ে বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী তার ছেলে মোস্তাফিজুর রহমান মিন্টু দেশের প্রতিষ্ঠিত আলোকচিত্রী। লুৎফর রহমান '৭৪-এ যুক্তরাষ্ট্রে ফটোগ্রাফি কম্পিটিশনে প্রথম পুরস্কার পান। ফটোগ্রাফিতে অবদান রাখার জন্য বিভিন্ন সময়ে ১২টি সার্টিফিকেট ও পদক লাভ করেছেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি ভারত সরকারের কাছ থেকে দুটি সার্টিফিকেট লাভ করেছেন। প্রখ্যাত এ ফটোগ্রাফার ২০০৬ সালের ১১ অক্টোবর ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে মরহুমের নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি