এ বছর ডেঙ্গুতে মৃতু্য ২০০ ছুঁইছুঁই হাসপাতালে ভর্তি ৪০ হাজারের বেশি

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবিটি কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে তোলা -ফোকাস বাংলা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃতু্য হয়েছে। বুধবার ডেঙ্গুতে তিনজনের মৃতু্যর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে ডেঙ্গুতে ৩৬ জনের মৃতু্য হলো। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতু্য হয়েছে ১৯৯ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৩ রোগী। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা, বরিশাল ও খুলনায় তিনজনের মৃতু্য হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১৬৩ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬, বরিশাল বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ২৯, খুলনা বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ২২ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে সাতজন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। এর মধ্যে গত মাসে সর্বোচ্চ ১৮ হাজার ৯৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি মাসে এখন পর্যন্ত ৯ হাজার ৪৬৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতু্য হয় গত বছর। তখন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মৃতু্য হয় এক হাজার ৭০৫ জনের। গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃতু্য হয়েছিল সেপ্টেম্বরে, সংখ্যাটি ছিল ৩৯৬। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন। এরপরের মাসে অক্টোবরে ডেঙ্গুতে মৃতু্য হয়েছিল ৩৫৯ জনের। ওই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৭ হাজার ৭৬৯ জন। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৮০ জনের মৃতু্য হয়েছে গত মাসে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা ৫০ দশমিক ৩ শতাংশ ও নারী ৪৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১০৬ জনের মৃতু্য হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৭ জন, বরিশাল বিভাগে ২৩, চট্টগ্রাম বিভাগে ২১, খুলনা বিভাগে ১২, ঢাকা বিভাগে সাতজন এবং চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১-২৫ বছর বয়সিরা। এই বয়সি ব্যক্তিদের মধ্যে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২৯৪। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যাচ্ছেন ২৬-৩০ বছর বয়সি ব্যক্তিরা। এই বয়সি ২৪ রোগী ডেঙ্গুতে মারা গেছেন। এর মধ্যে ১৮ জন নারী। আর শূন্য থেকে ১৫ বছর বয়সি ২৭ শিশু-কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৭ শতাংশ নারী।