হাসিনা সরকারের পতনের পর বিদু্যৎ ও জ্বালানি খাতে বিদ্যমান ও বিভিন্ন ধাপে অপেক্ষমান চুক্তিগুলো পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই বেশ কিছু দেশি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে থাকা বেশ কয়েটি চুক্তি স্থগিত ও বাতিল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ডের ১০ গ্রিডে বেসরকারি খাতের ৩৪টি প্রতিষ্ঠানের মোট ৫০০ মেগাওয়াট সৌর বিদু্যৎ সংযুক্তকরণ প্রকল্পের বিদ্যমান চুক্তি বাতিলের কথা ভাবছে সরকার
বিদু্যৎ বিভাগ সূত্র জানিয়েছে, এই চুক্তি বিগত সরকারের আমলে দ্রম্নত বিদু্যৎ ও জ্বালানি সরবরাহে করা বিশেষ আইনে করা হয়েছিল। যেখানে কোন ধরনে প্রতিযোগিতা ছাড়াই এসব প্রতিষ্ঠানেরর সঙ্গে চুক্তি করা হয়েছিল। চুক্তি পর্যালোচনায় এমন তথ্য পাওয়া গেছে। এমন কি বিপিডিবির শীর্ষ কর্তাদের দরপত্র
আহ্বানের মতমত উপেক্ষা করে এসব চুক্তি করা হয়েছিল। যেহেতু বর্তমান সরকার এই আইন স্থগিত করেছে। তাই এই প্রকল্পের জন্য নতুন করে নিময় অনুযায়ী পুনরায় দরপত্র আহ্বান করা হতে পারে।
বিপিডিবি জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে লেটার অফ ইনটেন্ট জারি করে ৩৪ প্রতিষ্ঠানকে বেসরকারি-খাতের গ্রিড-সংযুক্ত সৌর বিদু্যৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। কুইক এনহ্যান্সমেন্ট অফ পাওয়ার অ্যান্ড এনার্জি সাপস্নাই অ্যাক্ট ২০১০-এর মাধ্যমে সিলেক্টেট প্রতিষ্ঠানকে এই কাজ দেওয়া। ফলে এ ধরনের প্রতিষ্ঠান গুলোকে যোগ্যতার মানদন্ড ছাড়াই কাজের আইনি বৈধতা পায়। এমনকি প্রকল্পের ব্যয়ের ক্ষেত্রেও কোন প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।
অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ফওজুল কবির খান বিদু্যৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বলেছিলেন, ভবিষ্যতের সব প্রকল্প একটি উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
কিন্তু নতুন টেন্ডারে বিপাকে পড়বে আগের চুক্তিতে থাকা বেশ কিছু প্রতিষ্ঠান। কারণ অনেকেই এই প্রকল্পের জন্য জমি সংগ্রহে অনেকটা অর্থ ব্যয় করেছে। এ অবস্থায়, তারাও একটি প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে চুক্তি সুরক্ষিত করার আগ্রহ জানিয়েছে বলেও জানা গেছে।
বিদু্যৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট ক্ষমতার সৌর প্রকল্প স্থাপনের জন্য একটি টেন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা ইতিমধ্যে জমি সংগ্রহ করেছেন তারা একটি প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ার অংশ নিয়ে প্রকল্প পেতে পারে।
এদিকে দেশে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের অংশ হিসেবে সরকার সৌরবিদু্যৎ প্রকল্প বাস্তবায়নের বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই এখাতে বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগ করলে বিপিডিবি এসব পস্ন্যান্ট থেকে বিদু্যৎ ক্রয় করবে। এরই অংশ হিসেবে বিপিডিবি দ্রম্নতই ৫০ মেগাওয়াট ক্ষমতার প্রতিটি গ্রিড-সংযুক্ত সৌর প্রকল্পের জন্য টেন্ডার পাঠাবে বলেও জানান হাবিবুর রহমান।