শহীদ আকাশ হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইমন হোসেন আকাশ হত্যা মামলায় পলস্নবী থানা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পলস্নবী থানা পুলিশ থানাটির যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, যুবলীগ নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ইমন হোসেন আকাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, চলতি বছরের ৪ আগস্ট বিকালে পলস্নবী থানার মিরপুর-১০ নম্বর বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. ইমন হোসেন আকাশ (২২)। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোঁড়া গুলিতে ইমন গুরুতর আহত হন। আহত ইমনকে তার মা অন্যান্য লোকজন ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইমনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইমনের মা বাদী হয়ে চলতি বছরের ২৭ আগস্ট পলস্নবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত থাকার দায়ে শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।