ম যাযাদি ডেস্ক
এবার আওয়ামী লীগসহ ১৪ দলের 'মানবতাবিরোধী অপরাধের' বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। বুধবার ট্রাইবু্যনালের প্রসিকিউশনে তিনি এ অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে ট্রাইবু্যনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। কারফিউয়ের মধ্যে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে। এরপরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়। এ সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগ, ওয়াকার্স পার্টি, জাসদসহ ১৪ দল মানবতাবিরোধী অপরাধ করেছে।
অভিযোগে 'গণহত্যার সরাসরি হুকুমদাতা' হিসেবে আওয়ামী লীগ এবং জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি-জেপি, সাম্যবাদী দলসহ ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে 'দল হিসেবে' গণহত্যার অভিযোগ তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, 'আশা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে আমরা ন্যায়বিচার পাব।'
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, 'আবেদনে আওয়ামী লীগসহ ওই দলগুলোর ওপর ১০ বছর নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।'
আনাস হত্যায় হাসিনার নামে অভিযোগ : এদিকে, গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে
আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে অভিযোগ করা হয়েছে। বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহতের বাবা পলাশ।
চিফ প্রসিকিউটর বলেন, '৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চাঁনখারপুলে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। আমরা কিছু ভিডিও পেয়েছি, কীভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সেখানে অলিতে গলিতে ঢুকে গুলি করেছে।'
তিনি বলেন, 'আনাস বাসা থেকে গোপনে বের হওয়ার সময় তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে আসে। চিঠিতে সে বলে, 'আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।' এ ঘটনায় তার বাবা পলাশ প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।