সাংবাদিককন্যা রাইফার মৃতু্যতে ৪ চিকিৎসকের বিচার শুরু
প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাংবাদিককন্যা রাফিদা খান রাইফার মৃতু্য ঘটনায় দায়ের করা মামলায় ৪ জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার চট্টগ্রামের অতিরিক্ত প্রথম মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন শিকদারের আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
আসামি চার চিকিৎসক হলেন- ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা.শুভ্র দেব।
আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন ভূঁইয়া বলেন, বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসায় অবহেলায় রাফিদা খান রাইফার মৃতু্য ঘটনায় ৪ জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মামলার পরবর্তী তারিখ সাক্ষীর জন্য রাখা হয়েছে।
মামলাটির বাদী সাংবাদিক রুবেল খানের আইনজীবী ইকবাল হোসেন বলেন, দন্ডবিধির ৩০৪ (এ) ধারায় অবহেলাজনিত মৃতু্য এবং ১০৯ ধারায় অবহেলার প্ররোচনার অভিযোগ গঠন করা হয়েছে চার আসামির বিরুদ্ধে।