সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা চাই প্রতিটি পাড়া-মহলস্নায় থাকবে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ। আমরা বিজ্ঞানভিত্তিক মুক্ত চিন্তার সমাজ চাই।
রোববার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে 'বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪' উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবার দিবসটির প্রতিপাদ্য 'কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ'।
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা বলেন, আমরা এমন একটি দেশ চাই যে দেশ হবে শিশুবান্ধব। এমন একটি সমাজ চাই যে সমাজ হবে শিশুর মুক্ত চিন্তার উৎকৃষ্টতম স্থান। প্রতিটি পাড়া-মহলস্নায় শিশুদের জন্য থাকবে খেলাধুলার স্থান, বেড়ে ওঠার নির্মল পরিবেশ। আমরা চাই প্রতিটি পাড়া-মহলস্নায় থাকবে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ। আমরা বিজ্ঞানভিত্তিক মুক্ত চিন্তার সমাজ চাই। আমাদের বর্তমান সভ্যতা আসলে বিজ্ঞানভিত্তিক সভ্যতা। যে সভ্যতায় উদ্ভাবিত সব প্রযুক্তি বৈজ্ঞানিক নিয়ম-কানুনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উপদেষ্টা শারমীন বলেন, জুলাই বিপস্নবে আমাদের সন্তানরা এমন কিছু দেখেছে, যা তাকে কোমলমতি শিশু কথাটি মানতে দিচ্ছে না। আমরা তাদের কোমলভাবে ভালোবেসে আদর করে কাছে ডাকিনি। আমাদের সন্তানদের চলার সাথী যখন গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লো, তখন আমাদের আপনাদের বিবেক নাড়া দিয়েছে, আর না এখনই রুখতে হবে। শিশুদের সঙ্গে মা-বাবা রাজপথে শিশুর সুরক্ষায় তার পাশে অধিকার আদায়ে সংগ্রামে। আমরা আর ৫ আগস্টে ফিরে যেতে চাই না।