শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জেনেভা ক্যাম্প থেকে 'পিচ্চি রাজা'সহ গ্রেপ্তার ৩৫

যাযাদি রিপোর্ট
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রোববার যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয় -সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি 'পিচ্চি রাজা'সহ ৩৫ জন গ্রেপ্তার হয়েছে। রোববার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

র?্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এ এস পি শিহাব করিম বলেন, 'অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, ৩ জন মহিলা মাদক ব্যবসায়ী ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।'

জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসার দখল নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। তবে দেশের অস্থিরতার মধ্যে গত জুলাই থেকে প্রাণক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে সেখানকার দুটি পক্ষ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গণভবনের পাশাপাশি মোহাম্মদপুর ও আদাবর থানা লুটের সামনের সারিতে ছিলেন জেনেভা ক্যাম্পের কিছু তরুণ। এই তিন জায়গা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ তারা লুট করে ক্যাম্পে নিয়ে আসেন।

সাম্প্রতিক কয়েকটি সংঘাতে এরকম বড়সড় অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুড়তে দেখা গেছে সংঘাতে জড়ানো দুই পক্ষকেই। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে ৩০ বছর বয়সি সাদ্দাম হোসেন সনু ও শাহেন শাহ নামে আরেকজনের।

জেনেভা ক্যাম্পের একেকটা ঘরের আয়তন সব মিলিয়ে ১০০ থেকে ১২০ বর্গফুটের মতো বা তার চেয়ে একটু বেশিও আছে কোনোটা। কোনো কোনো ঘরে তিন প্রজন্মের সবাই একসঙ্গে থাকেন। ঘরের খাটে একদল আর খাটের নিচে আরেক দল ঘুমায়।

ঘিঞ্জি পরিবেশ, সুপেয় পানি আর শৌচাগারের সংকটও আছে। এর মধ্যেই মাদক কারবারিদের সংঘাত তাদের জীবনকে বিভীষিকাময় করে তুলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে