সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার হদিস নেই

উপদেষ্টা হাসান আরিফ

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
রোববার কুমিলস্নায় বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ -যাযাদি
স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সমবায় দাঁড়াতে পারছে না, কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মনমানসিকতার যথেষ্ট অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কী উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই। রোববার বাংলাদেশ পলস্নী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিলস্নার ময়নামতি অডিটরিয়ামে দুই দিনব্যাপী একাডেমির ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বাংলাদেশের পলস্নী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সমগ্র বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপেস্নক্স, বিআরডিবি বার্ডের সফল কর্মসূচির ফসল। বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের স্বপ্নের বাস্তবায়িত রূপ দেখতেই বার্ডে এসেছেন বলে জানান হাসান আরিফ। তিনি জানান, আখতার হামিদ খানের দর্শন ছিল সমবায়, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ মানুষের আর্থিক উন্নয়ন। এগুলো নিয়ে গবেষণা চলছে এবং বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। তিনি বলেন, 'আবার মন্ত্রণালয়ে দেখি, এগুলো নিয়ে কোথায় যেন স্থবিরতা বিরাজ করছে। বার্ডের চিন্তাচেতনার সঙ্গে মন্ত্রণালয়ের সংযোগ ঘটানো গেলে আশা করি পলস্নী উন্নয়নের একটি গতি আসবে। পলস্নী উন্নয়নের কোথায় কী আছে, সেগুলো ফাইলে বন্দি থাকুক, সেটা আমি চাই না। তাই কোথায় কী আছে, সবকিছু আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। বর্তমানে কীভাবে বা কোথায় সংস্কার দরকার, সেটা জানার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে বার্ডে এসেছি।' সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক, বাংলাদেশের চেয়ারপারসন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিলস্নুর রহমান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্যম পর্যায়ের ১১০ জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বার্ডের বর্তমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, অতীতের মতো বার্ড পলস্নীর জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বার্ড গত অর্থবছরে দুটি আন্তর্জাতিক কোর্সসহ মোট ১৯৫টি কোর্সের মাধ্যমে ৮ হাজার ৩৪১ জনকে প্রশিক্ষণ দিয়েছে। জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের বনিয়াদি প্রশিক্ষণ, বিশেষ বনিয়াদি প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের তৃণমূল পর্যায়ের সুফলভোগীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স। মহাপরিচালক জানান, গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে বার্ড গত অর্থবছরে ১৫টি গবেষণাকর্ম সম্পন্ন করেছে। এর মধ্যে পাঁচটি গবেষণাগ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। বার্ড বর্তমানে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত সিভিডিপি তৃতীয় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করছে। এ ছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৬টি প্রায়োগিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে। বার্ডের ৫৭তম পরিকল্পনা সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন পরিচালক (প্রশিক্ষণ) আবদুলস্নাহ আল মামুন।