হেলাল উদ্দীন চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আজ

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
দৈনিক যায়যায়দিনের সাবেক চট্টগ্রাম বু্যরোপ্রধান ও প্রয়াত সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আজ। তিনি ১৯৫৬ সালের ৯ নভেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পুরোদস্তুর একজন কলমযোদ্ধা এবং জীবনের শেষদিন পর্যন্ত শুধু সাংবাদিকতাই করেছেন। কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নকালে ১৯৭৪ সালে দৈনিক গণকণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পরে দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি হিসেবে কাজের পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত সাগরবাণী, সাপ্তাহিক কক্সবাজার ও কক্সবাজার বার্তার প্রকাশনায় যুক্ত ছিলেন। ১৯৮১ সালের ১ এপ্রিল দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার হিসেবে চট্টগ্রামে সাংবাদিকতা পেশা শুরু করেন এবং ২০০৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সিনিয়র রিপোর্টার থেকে প্রধান নিবেদকের দায়িত্ব পালন করেন। দুই যুগেরও বেশি সময় আজাদীতে কর্মরত থাকার সুবাদে 'আজাদীর হেলাল' হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। ২০০৫ সালের ১ ফেব্রম্নয়ারি দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম বু্যরোপ্রধান হিসেবে যোগদান করে ২০০৭ সালের ১৬ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি দৈনিক যায়যায়দিনের বু্যরোপ্রধান হিসেবে যোগদান করেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত এই পত্রিকাতেই কর্মরত ছিলেন। সাংবাদিকতা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনেরও নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের দুই মেয়াদে (১৯৯৫-৯৬ এবং ১৯৯৭-৯৮) সাধারণ সম্পাদক, ১৯৯৯-২০০০ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং বিভিন্ন সময় যুগ্ম-সম্পাদক, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও কক্সবাজার সাংবাদিক সমিতির বিভিন্ন পদেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬-৯৮ মেয়াদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন রিপোর্টার স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব এবং কয়েক মেয়াদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দৈনিক আজাদী ইউনিটের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ছিলেন 'থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা সভাপতি। তার মৃতু্যবার্ষিকী উপলক্ষে আজ হযরত মিছকিন শাহ (রহ.) মসজিদে জোহরের নামাজের পর খতমে কোরআন, আছরের নামাজের পর মিলাদ ও এশার নামাজের পর উক্ত মসজিদ-সংলগ্ন এতিমখানার বাচ্চাদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে মরহুমের পরিবারের পক্ষ হতে সব আত্মীয় স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।