শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নার্সিং রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ বন্ধে প্রতিবাদ

যাযাদি রিপোর্ট
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নার্সিং রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ বন্ধে প্রতিবাদ

বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব বৈষম্য দূর করতে এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে বিনা নোটিশে নার্সিং রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ বন্ধে প্রতিবাদ জানিয়েছে সোনার বাংলা নার্সেস অ্যাসোসিয়েশন।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, 'আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপেস্নামা ইন পেসেন্ট কেয়ার (নার্সিং) বিভাগ থেকে পাস করা ছাত্র-ছাত্রী। ২০০৫ সালে তৎকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপেস্নামা ইন পেসেন্ট কেয়ার (নার্সিং) সহ সাতটি হেল্‌থ টেকনোলজি কোর্স চালু হয়। ২০০৯ সালে সরকারের রদবদল হলে শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় জটিলতার সৃষ্টি হয়। যে কারণে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা ডিপেস্নামা ইন পেসেন্ট কেয়ারসহ (নার্সিং) সাতটি হেল্‌থ টেকনোলজি পাস করা ছাত্র-ছাত্রীরা সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়।'

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিপেস্নামা ইন নার্সিং পাস করার পর বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে একটি কমপ্রিহেন্সিভ পরীক্ষার মাধ্যমে পেশাগত সনদ নিতে হয়। এটা সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে অপরিহার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে