বৃষ্টিবিঘ্নিত দিনে মুমিনুলের লড়াই

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কানপুর টেস্টে ভারতের বিপক্ষে প্রথম দিনে ৪০ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক -ওয়েবসাইট
কানপুর টেস্টের প্রথম দিনেই আঘাত হানে বৃষ্টি। লাঞ্চের পর মাত্র ৯ ওভার খেলা হতেই মুষলধারে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। কভার দিয়ে ঢেকে ফেলা হয় প্রায় পুরো মাঠকে। এরপর আর বৃষ্টি না থামলে প্রথম দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন শেষে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ এবং মুশফিকুর রহিম ৬ রানে ব্যাটিং করছেন। দলীয় ৮০ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। আজ তারা আবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন। এর আগে বৃষ্টি ও ভেজা মাঠের কারণে সকালে খেলা শুরু হতে দেরি হয় আধা ঘণ্টা। চেন্নাই টেস্ট থেকে দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার বদলে জায়গা পান সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলাম। ভারত আগের টেস্টের একাদশ অপরিবর্তিত রাখে। তিন পেসার নিয়ে টস জিতে বোলিং নেন রোহিত শর্মা। বাংলাদেশের দুই ওপেনারকে ফেরান আকাশ দীপ। উদ্বোধনী জুটি ভাঙ্গে ২৪ রানে। ২৪ বল খেলে রান না করে আউট হন জাকির হাসান। বাংলাদেশের টপ অর্ডারে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউটের রেকর্ড এটি। সাদমান ইসলাম আউট হন ২৪ রানে। পেসাররা সহায়তা পাবেন, এমনটা ভেবেই টস জিতে বোলিং বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান বেশ দেখেশুনে শুরু করেন। কিন্তু নবম ওভারে আকাশ দীপের করা তিন নম্বর বলে স্স্নিপে ক্যাচ দিয়ে ফেরেন জাকির হাসান। স্স্নিপে জয়সওয়াল দারুণ ক্যাচ নিলেও তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। রিপেস্নতে বেশ ঘোলা দেখা যায়, কোনো অ্যাঙ্গেল থেকেই নিশ্চিত হওয়া যায়নি বল মাটিতে স্পর্শ করেছে কি না। আম্পায়ার আউট দেন। ২৪ বল খেলে ০ রান করে ফেরেন টাইগার ওপেনার। সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৬ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রান করে আকাশ দীপের বলে এলবিডবিস্নউ হন তিনি। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউতে সিদ্ধান্ত পরিবর্তন করেন। অনেকটা অপ্রত্যাশিত উইকেট পেয়ে ভারতীয় ক্রিকেটাররা উলস্নাসে ফেটে পড়েন। দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে টাইগারদের। লাঞ্চের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুলের জুটিতে ভালোই লড়াইয়ের আভাস দিচ্ছিল বাংলাদেশ। তবে লাঞ্চে ভাঙ্গে ৫১ রানের এই জুটি। রবিচন্দ্রন অশ্বিনের অফ স্ট্যাম্পে রাখা বলে ডিফেন্ড করতে গিয়ে লাইন মিস করেন বাংলাদেশ অধিনায়ক। বল প্যাডে লাগতেই জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন শান্ত। তবে লাভ হয়নি। ভাঙ্গে ১ রানের জুটি। ৫৭ বলে ৩১ রান করেন টাইগার অধিনায়ক। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি করেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের শুরুর বিপর্যয় কাটে এই জুটিতে। কিন্তু বেশিদূর এগোতে পারেননি শান্ত। ৫৭ বলে ৩১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডবিস্নউ হন টাইগার অধিনায়ক। দলীয় ৮০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টি বাগড়া দিয়েছিল। যার কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে খানিকটা দেরি হয়েছিল। এবার আলোর স্বল্পতার কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের প্রথম দিনের খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। খেলা বন্ধের আগ পর্যন্ত ৩৫ ওভার ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল ৪০ আর মুশফিক ৬ রান নিয়ে ছিলেন। এরপর আলোক স্বল্পতায় বন্ধ হয় খেলা। সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৫ ওভারে ১০৭/৩ (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; বুমরাহ ০/১৯ সিরাজ ০/২৭, অশ্বিন ১/২২, আকাশ ২/৩৪)