দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিমকে আদালতে তোলা হয়।
আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রাম জেলা কোর্ট পুলিশের পরিদর্শক জাকের হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর হত্যাচেষ্টা মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, রাউজানে মুনিরীয়া যুব তাবলিগ কমিটির দলইনগর-নোয়াজিষপুর শাখায় (এবাদতখানা) ভাঙচুরের অভিযোগে করা মামলার ১ নম্বর আসামি ফজলে করিম চৌধুরীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।