শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল

৬র্ যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ

যাযাদি রিপোর্ট
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
৬র্ যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ

গুম, নির্যাতন ও প্রতিহিংসামূলক মাদক এবং প্রতারণার মিথ্যা মামলায় আটকের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে ছয়র্ যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এক চিকিৎসক।

২০২১ সালে তৎকালীনর্ যাব কার্যালয়ে কর্মরত ছিলেন তারা। তাদের ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ডা. ইশিতা।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে প্রসিকিউশনের কাছে এই অভিযোগ দায়ের করেন তিনি।

র্

যাবের স্কোয়াড্রন লিডার আলী আশরাফ, আইটি স্পেশালিস্ট রাকীব, এডিশনাল এসপি মো. আক্তারুজ্জামানসহ ছয়জন। তৎকালীন সময়ের ওইসবর্ যাব অফিসারদের ডা. ইশরাত রফিক ঈশিতার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ কানিজ ফাতেমা।

৭১ জনের বিরুদ্ধে অভিযোগ :এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডা. সজীব নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে ডা. সজীবের বাবা হালিম সরকার এই অভিযোগ দায়ের করেন।

গত ১৮ জুলাই বিকালে রাজধানীর উত্তরার আজমপুরে ডা. সজীবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ দাখিলের পর সজীবের বাবা হালিম সরকার বলেন, 'আমার ছেলে গাজীপুরের তাহেরুন্নেছা মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করে। আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি, এই ট্রাইবু্যনালে সঠিক বিচার হবে। সে জন্য সঠিক, সত্য ও ন্যায় বিচারের আবেদন করেছি। আমি ছেলে হত্যার বিচার চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে