শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পাহাড় ও সমতলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি

যাযাদি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পাহাড় ও সমতলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের নেতারা বলেছেন, 'পাহাড়ে যে অন্যায়, অত্যাচার ও নির্যাতন হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। পাহাড়ে বসবাসরত সবাই বাংলাদেশি। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। পাহাড় ও সমতলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।'

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, পাহাড়ে উদ্ভূত সমস্যার সমাধান শিগগিরই করতে হবে। একইসঙ্গে সারাদেশে ধর্ষণ-নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। মোরাল পুলিশিং, সাইবার বুলিং বন্ধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা বলেন, 'দেশব্যাপী যে মব কিলিং চলছে তা বন্ধ করতে হবে। আমরা চেয়েছিলাম, এমন বাংলাদেশ যে দেশে সবাই হাতে হাত রেখে একসঙ্গে বাংলাদেশ গড়ে তুলবে। হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের বিপদে সহযোগিতা করবে। কিন্তু তা হচ্ছে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে