বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
দুই সপ্তাহ আগেই পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ দল। যা দেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়ের কীর্তি হিসেবে ভাবা হচ্ছে। পাকিস্তানের চেয়ে স্বাগতিক ভারত অনেক বেশি শক্তিশালী হলেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারফরম্যান্সের ধারাবাহিক ধরে রাখতে চায় টাইগাররা। বাংলাদেশের বর্তমান টেস্ট দলটি অনেক বেশি ভারসাম্যপূর্ণ। যে কোনো দেশের বিপক্ষে বিশ্বের যে কোনো কন্ডিশনে পারফরম্যান্স করতে পারে তারা। এমন সমীকরণকে সামনে রেখে আজ বৃহস্পতিবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
আজ সাদা পোশাকের ক্রিকেটযুদ্ধে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের লালমাটির উইকেটে বাংলাদেশকে অভ্যর্থনা দিতে প্রস্তুত স্বাগতিকরা। পাকিস্তানকে হারানো সাফল্য অতীত হলেও এখনো তরতাজা। নতুন আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে আরেকটি ইতিহাস তৈরির লক্ষ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারত।
বাংলাদেশের অবস্থন চারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে ফাইনালে খেলা ভারত নিশ্চিতভাবেই আবারও অধরা শিরোপা নিতে মরিয়া। সে হিসেবে টেস্ট আঙিনায় তাদের কাছে বাংলাদেশ পুচকেই। ভারতের হিসাবের তালিকায় নিশ্চিত পয়েন্ট যোগ করে রেখেছেন রোহিত শর্মারা। টেস্টের আঙিনায় ভারতের বিচরণ নেই সাত মাসের বেশি সময় ধরে। বাংলাদেশ সিরিজ দিয়ে অভিজাত সংস্করণে ফিরতে যাচ্ছে তারা। পরে খেলবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে কখনো না হারলেও প্রতিবেশীদের হালকাভাবে নিচ্ছে না রোহিত শর্মার দল। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম যে দুর্দান্ত। সরাসরি না বললেও চিপকের উইকেট রহস্যেঘেরা বানাতে চেয়েছে ভারত। মুম্বাই থেকে লালমাটি এনে উইকেট বানানো হয়েছে। চিপকের উইকেট ঐতিহ্যগতভাবেই স্স্নো ও স্পিন সহায়ক হয়। তবে লালমাটির উইকেটে পেস ও স্পিনাররা নাকি সমান সুবিধা পায়। ভারত দল চেন্নাইয়ে পৌঁছানোর পর থেকেই লালমাটির উইকেটে অনুশীলন করেছে। বাংলাদেশ দল করেছে কালোমাটির উইকেটে। লালমাটির উইকেট নিয়ে ভারত যে স্বস্তিতে রয়েছে এমনটাও নয়। এই উইকেটের আচারণ নাকি যে কোনো সময় বদলে যেতে পারে।
বাংলাদেশ দল সরাসরি চেন্নাই গেলেও শুধু সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে এসে মঙ্গলবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বাংলাদেশ যে তিন পেসার নিয়ে মাঠে নামার কথা উঠছে। দুই স্পিনিং অলরাউন্ডার সাকিব ও মেহেদী হাসান মিরাজ তো আছেই। তবে লালমাটির উইকেট হলে তিন স্পিনার নিয়েই একাদশ সাজাতে পারে সফরকারীরা। দুই পেসার একাদশে নিলে তাসকিন আহমেদের সঙ্গে গতি তারকা নাহিদ রানার সম্ভাবনা প্রবল। পাকিস্তানের পর ভারতের মাটিতে যদি বাংলাদেশ সিরিজ জিততে পারে সেটা হবে বড় পাওয়া। কিন্তু বাংলাদেশ আগে থেকেই হার-জিত চিন্তা না করে নিজেদের উজাড় করে দিয়ে খেলতে মরিয়া।
টেস্টযুদ্ধে নামার আগে কাল সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমাদের দলে অনেকেই ১০-১৫ বছর ধরে খেলছে। অনেকেই অভিজ্ঞতাসম্পন্ন। তাই কয়েক বছর ধরে কেউ সেভাবে আবেগাক্রান্ত হয় না। আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। সিরিজের আগে তাই শুধু নিজেদের খেলা নিয়েই ভাবি। হারলে কিংবা জিতলে কী হবে, সেটা এখন ভাবনায় থাকে না। নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করি।'
এদিকে রোহিত শর্মা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না মোটেই। বরং অন্য ম্যাচগুলোর চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ। পয়েন্ট হারালেও তাদের জন্য বিপদ। জয়ের আকাঙ্ক্ষার কথা জানিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা দেশের জন্য খেলছি। এ ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ঝুঁকিপূর্ণ। পয়েন্ট টেবিল বেশ উন্মুক্ত। প্রতিটি ম্যাচ খেলতে চাই। আমরা এখানে জিততে চাই।' ভারত দুই পেসার নিয়ে একাদশ সাজাতে পারে। জাতপ্রিত বুমরাহর সঙ্গে দেখা যেতে পারে মোহাম্মদ সিরাজ কিংবা আকাশ দীপকে।
টেস্ট ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারতের জয় ১১টিতে এবং বাকি দুটি টেস্ট ড্র হয়। পাকিস্তান সিরিজ থেকে মাত্র ১টি পরিবর্তন এনে ভারত সিরিজের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ দল। পেসার শরিফুল ইসলামের জায়গায় জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান শরিফুল। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা একাদশ নিয়েই মাঠে নামতে চায় সফরকারী বাংলাদেশ দল। ফর্মের তুঙ্গে থাকায় ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেওয়ার এটাই সেরা সুযোগ টাইগারদের সামনে।