ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় 'অপরাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, রাজনীতির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও' ইত্যাদি সেস্নাগান দিতে থাকেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, যতদিন রাজনীতি নিষিদ্ধ না হবে, ততদিন আমরা ক্লাসে ফিরব না। রাজনীতি বন্ধ করতে আমাদের আন্দোলন চলমান থাকবে। সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, 'রাজনীতি থাকলে আমরা যারা সাইন্স ফ্যাকাল্টিতে আছি, তাদের পড়াশোনা হবে না। ছাত্রলীগের রাজনীতি থাকাকালীন সময়ে আমাদের সকাল ১০টায় প্রোগ্রামে নিয়ে যেত, বিকাল পর্যন্ত প্রোগ্রাম করতে হতো। এমনকি ক্লাস থাকলেও আমাদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেত ছাত্রলীগ। আমরা আর রাজনীতি দেখতে চাই না এই ক্যাম্পাসে।' ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বাইজিদ বলেন, 'রাজনীতি না থাকলে গত ১৫ জুলাই ছাত্রলীগ দ্বারা আমাদের ভাই-বোনদের রক্তাক্ত হতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ডাকসুনির্ভর। যারা আমাদের ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবে সাধারণ শিক্ষার্থীরা তাদের কালো হাত ভেঙে দেবে।'