রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

আশুলিয়ায় লাশ পোড়ানোর আরেক 'কারিগর' গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আশুলিয়ায় লাশ পোড়ানোর আরেক 'কারিগর' গ্রেপ্তার

ছাত্র-জনতার অভু্যত্থানের দিন (৫ আগস্ট) আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)। শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করের্ যাব-৩ এর একটি দল।

র্

যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও দেশে-বিদেশে মানুষকে নাড়া দেয়। এতে ব্যাপক সমালোচনা হয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে, লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন পরিদর্শক আরাফাত হোসেন। ঘটনার পর আত্মগোপনে চলে যান তিনি।

ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মুনীম ফেরদৌস।

এর আগে এ ঘটনায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুলস্নাহিল কাফীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২ সেপ্টেম্বর রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে