রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সীমান্তে পড়ে থাকা ৪৪০ কেজি ইলিশ বিক্রির টাকা গেল সরকারি কোষাগারে

যাযাদি ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সীমান্তে পড়ে থাকা ৪৪০ কেজি ইলিশ বিক্রির টাকা গেল সরকারি কোষাগারে

কুমিলস্নায় ভারতীয় সীমান্তে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার প্রথম প্রহরে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মনোরা নামক স্থানে এসব ইলিশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

বিজিবির একটি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক স্থানে এসব ইলিশ পাওয়া যায়। এ সময় কাউকে পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, বিজিবি আসার খবরে এসব ইলিশ ফেলেই পালিয়ে যায় চোরাকারবারিরা। ফেলে যাওয়া এসব ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। ইলিশগুলো বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে