অধ্যাপক আব্দুল মুঈদ
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইবি প্রতিনিধি
হার্ট অ্যাটাকে বিশিষ্ট কলাম লেখক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আব্দুল মুঈদ মারা গেছেন। বুধবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতেই তিনি মারা যান। বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মুঈদ স্যার বাড়িতেই মারা গেছেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছেন তার হার্ট অ্যাটাকে মৃতু্য হয়েছে।'
তিনি আরও বলেন, 'স্যার আমাদের বিভাগের সিনিয়র অধ্যাপক ছিলেন। তার মৃতু্যতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম।'
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক আব্দুল মুঈদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। পরে দ্বিতীয় জানাজা কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
অধ্যাপক আব্দুল মুঈদের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।