রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে 'ছাত্রদলের হামলা'

বিবিসি বাংলা
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে 'ছাত্রদলের হামলা'

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের তীর ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় নাটোরে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম ও ফয়সাল আহমেদ।

সমন্বয়ক মাহিন সরকার জানান, 'আমাদের ১১টার প্রোগ্রামে সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছিল এবং ৩টার প্রোগ্রামের স্টেজ ভেঙে ফেলা হয়েছে।'

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের সঙ্গে জেলার নানা সমস্যা নিয়ে কথা

বলছিলাম। দুপুর আড়াইটার দিকে আমরা খবর পাই অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন থেকে আমাদের সেখানে না যেতে বলা হয়। তবে আমরা গিয়ে অনুষ্ঠান করি।

এক প্রশ্নের জবাবে মাহিন বলেন, বিএনপি আমাদের থ্রেট হিসেবে নিয়েছে। তারেক রহমানের সমালোচনা করার প্রেক্ষিতে এমন হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি।

এরপর বগুড়ায় তাদের কর্মসূচি আছে জানিয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানান এই সমন্বয়ক। বলেন, বগুড়ায় বিএনপির অবস্থান শক্ত। এর আগে, সিরাজগঞ্জেও তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে