মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭৫তম জন্মদিন আজ। ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত মেঘনা নদীর পাড়ে আলগী গ্রামে জন্মগ্রহণ করেন। মা প্রয়াত সাফিউন্নেছা আহমেদ এবং বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা তায়েবউদ্দিন আহমেদের দ্বিতীয় সন্তান তিনি।
শিল্পী শাহাবুদ্দিন ১৯৭১ সালে মাত্র ২১ বছর বয়সে পস্নাটুন কমান্ডার হিসেবে ২নং সেক্টরের অধীন ঢাকা-শহর এবং দেশের অন্যান্য স্থানে সম্মুখ এবং গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এই দুই অনুষঙ্গই তার চিত্রকার্যের প্রধান উপাদান।
তিনি দেশ-বিদেশে অনেক পুরস্কার পেয়েছেন। ১৯৬৮ সালে পাকিস্তানের শ্রেষ্ঠ শিশুচিত্র শিল্পী হিসেবে 'প্রেসিডেন্ট স্বর্ণপদক', ১৯৭৩ সালে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক', ১৯৭৫ এবং ১৯৮১ সালে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে ফ্রান্সের 'সেলোন দো প্রিন্টক্যাম্প স্বর্ণপদক' লাভ করেন। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে বিশ্বের শ্রেষ্ঠ ৫০ জন মাস্টার পেইন্টারদের মধ্যে একজন হিসেবে তিনি অংশ নেন।
২০০০ সালে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন। ২০১৪ সালে ফ্রান্স সরকার কর্তৃক চিত্রকলায় অসামান্য অবদানের জন্য সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'নাইট ইন দি অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার' পুরস্কার লাভ করেন। ১৯৭৪ সাল থেকে ফ্রান্সে বাংলাদেশি নাগরিক ও পেশাদার চিত্রশিল্পী হিসেবে অবস্থান করছেন।