কালুরঘাট সেতুর রেলিং ভেঙে নদীতে চাঁদের গাড়ি

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম কালুরঘাট সেতুর রেলিং ভেঙে একটি চাঁদের গাড়ি (জিপ) নদীতে পড়ে গেছে। এ ঘটনায় দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়া দু'জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. আলমগীর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। তাকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে যাত্রী নিয়ে শহরমুখী চাঁদের গাড়ি (জিপ) কালুরঘাট সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কর্ণফুলী নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদীতে তলস্নাশি চালায়। ঘটনাস্থলে যায় নৌ-পুলিশের সদস্যরাও। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. সাইদুর রহমান জানান, 'কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশে যাওয়া একটি চাঁদের গাড়ি (জিপ) ডানপাশের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। তবে দুইজনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হয়। গাড়িটি নদীর প্রবল স্রোতে দূরে ভেসে গেছে।' উলেস্নখ্য, কালুরঘাট সেতুর সংস্কার কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই গত ৬ আগস্ট গাড়ি চলাচল শুরু হয় নিষেধাজ্ঞা না মেনে। এখনো শেষ হয়নি কার্পেটিং-এর কাজ। ২ সেপ্টেম্বর সিগন্যাল না মেনে সেতুতে ওঠে যায় কয়েকটি মোটরসাইকেল। এ সময় সেতুর মাঝ বরাবর চলে আসে তেলবাহী একটি ট্রেন। গতি কম থাকায় মোটরসাইকেল চালকরা পিছু হটলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। নিয়ম না মেনে সেতু দিয়ে গাড়ি চলাচল করার ফলে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।