বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনায় ৩০ জনের নাম উলেস্নখ করে কদমতলী থানায় মামলা দায়ের হয়েছে। ঢাকা মহানগর বিএনপির সদস্য-সচিব ও সালাউদ্দিনের ছেলে তানভীর আহমেদ রবীন গত বৃহস্পতিবার এই মামলা করেন। মামলায় আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিনে ওপর হামলার ঘটনা ঘটে। তিনি ওই হামলায় মারাত্মক জখম হন। মামলার বাদী রবীন ওই নির্বাচনে সালাউদ্দিন আহমেদের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন।
মামলার উলেস্নখযোগ্য আসামির মধ্যে আছেন কদমতলী থানার আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম তাজু, সিরাজুল ইসলাম সিরাজ, ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক এমপি সানজিদা খানম, আবু হোসেন বাবলার ভাগিনা মাসুকুর রহমান মাসুক, ছাত্রলীগ নেতা পিংকু রানা, মামুন, আওয়ামী লীগ নেতা আজিজ ওরফে টাকলা আজিজ, জুয়েল, অভি রহমান, আদম আলী, মো. শুক্কুর, লিপি, মাইনুল ইসলাম, সোলেমান, ফিরোজ, মানিক, পিন্টু, বিলস্নাল, রাসেল আহমেদ রিংকু প্রমুখ। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনের কথা মামলায় উলেস্নখ করা হয়েছে।