শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

রাঘব-বোয়ালদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা আরও দৃশ্যমান হবে

অর্থ-উপদেষ্টার ঘোষণা
যাযাদি ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাঘব-বোয়ালদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা আরও দৃশ্যমান হবে

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের রাঘব-বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা আরও দৃশ্যমান হবে। দৃশ্যমান হলে সবকিছু আপনারা দেখতে পাবেন।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টের (বিআইজিএম) সভা শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে। বাজার কারসাজি প্রসঙ্গে তিনি বলেন, 'ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজের ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্য বাজারেও দেখতে হবে।'

রূপপুর পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, একটা ইউনিট আগে চালু হোক। এরপর দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে।

দেশের শিল্প খাতে যে অস্থিরতা চলছে তা অচিরেই

কেটে যাবে বলে মন্তব্য করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, 'আমাদের মূল দায়িত্ব হচ্ছে ওদের (শ্রমিকদের) কথা শোনা। ওদের মালিকদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। একা পুলিশ পারবে না। সেনাবাহিনী, বিজিবি মিলে কাজ করছে।

'আর আমি বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড বডির সঙ্গে কথা বলতেছি। কাল ও পরশু আবার কথা হবে। ওরা (অংশীদার) সবাই আসছে। বড় বড় যারা আছে, তাদের যথেষ্ট মেসেজ দেওয়া হয়েছে। দ্রম্নতই সমাধান হয়ে যাবে।'

শিল্পের অস্থিরতায় রাজনৈতিক দলের কোনো ইন্ধন আছে কি না, এ প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন বলেন, 'এখানে অনেক রাজনৈতিক দলও সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদেরও দেখা হচ্ছে। তবে বেশিরভাগ রাজনৈতিক দলই আমাদের সহযোগিতা করছে।'

নিত্যপণ্যের সিন্ডিকেট কেন অন্তর্র্বর্তী সরকার ভাঙতে পারছে না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'চট করে কিন্তু কিছু হবে না। আমরা আস্তে আস্তে ব্যবস্থা নিচ্ছি। একদম যে জানি না (এদের কথা) তা না। ব্যবস্থা আরও নেব। আপনাদের সহযোগিতা দরকার।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে