মানুষ চেনে 'ফিঙে লিটন' পরিচয়ে; নাম আনিসুর রহমান লিটন। ১৯৯৯ সালে অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আত্মগোপনে চলে যান তিনি। টানা আড়াই দশক দেশের বাইরে থাকলেও যশোরের মানুষের কাছে এখনো আতঙ্কের নাম 'ফিঙে লিটন'। দেশের বাইরে থেকেই নিয়ন্ত্রণ করতেন যশোরের নানা সিন্ডিকেট। সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও একাধিক খুনের ঘটনায় ফিঙে লিটনের নাম জড়িয়েছে তার অনুসারীরা। কিন্তু পর্দার আড়ালে থাকায় আইনের জালে তাকে আটকানো যায়নি।
৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বদলে গেছে দেশের রাজনৈতিক দৃশ্যপট। এই সুযোগে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন। বুধবার দুপুরে গোপনীয়তার মধ্য দিয়ে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে অস্ত্র মামলায় আত্মসমর্পণ করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন যশোর শহরের বারান্দি মোলস্নাপাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে।
এ বিষয়ে যশোর কোর্টের ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, '১৯৯৯ সালে অস্ত্র আইনের একটি মামলায় আনিসুর রহমান লিটনের ১০ বছর সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ওই মামলায় বুধবার তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।'