শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৩তম মৃতু্যবার্ষিকী আজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৩তম মৃতু্যবার্ষিকী আজ

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে জীবনদানকারী শহীদ বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৩তম মৃতু্যবার্ষিকী আজ (৪ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এইদিনে সিলেট জেলার কানাইঘাটে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে শহীদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। সিলেট অঞ্চলের ৪ নম্বর সেক্টরের সাবসেক্টর জালালপুরের যুদ্ধ পরিচালনার জন্য প্রথমে সাবসেক্টর সেকেন্ড ইন কমান্ড এবং পরে সাবসেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন। রণাঙ্গনে খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এতই চৌকস ছিলেন যে, সহযোদ্ধারা তাকে ক্যাপ্টেন নিজাম বলে সম্বোধন করতেন। ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর কানাইঘাটের আটগ্রাম সড়কের বাজারের খুব কাছে খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা একটি সেতু ধ্বংস করেন। এ সময় দখলদার পাকিস্তানি বাহিনীর একটি দল কাছেই অবস্থান করছিল এবং মুখোমুখি যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন হয়। বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া। সিলেটের মোকামটিলায় রয়েছে বীর যোদ্ধার সমাধিস্থল এবং তার স্মৃতিধরে রাখতে পুরো অঞ্চলটির নামকরণ করা হয় নিজামনগর। স্বাধীনতাযুদ্ধে খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সাহসী আত্মত্যাগের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে তাকে 'বীর উত্তম' খেতাব এবং ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৩তম মৃতু্যবার্ষিকীর দিনে তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ভাই এবং মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.)। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে