আসছে লুসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা
প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাষ্ট্রক্ষমতায় পটপরিবর্তনে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ছাড়াও থাকছেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড।
এ মাসের মাঝামাঝি এই সফরে আসতে যাওয়া এই সফরে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, 'তারা অল্প সময়ের জন্য আসছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়েই আলোচনা হবে। আমরা চেষ্টা করব, তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, সেগুলোকে এগিয়ে নিতে।'
র্
যাবের নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমি এটা এখন এই মুহূর্তে বলতে পারব না, আমরা এটা নিয়ে কী করতে যাচ্ছি।'
'গুরুতর মানবাধিকার লঙ্ঘনের' অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরের্ যাব এবং এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্রের সাড়া মেলেনি। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, নিষেধাজ্ঞা ওঠানোর প্রক্রিয়া বেশ 'জটিল'।
এ বছরের ১৪ থেকে ১৬ মে, ডোনাল্ড লুর তিন দিনের ঢাকা সফরের সময়ওর্ যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে।
কিন্তুর্ যাবের নিষেধাজ্ঞা উঠছে না বলে ওই মাসেই পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান।