নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ প্রতীক ট্রাক

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হলো ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। দলটির জন্য 'ট্রাক' প্রতীক সংরক্ষণ করা হয়েছে। গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিয়ে সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা প্রজ্ঞাপন জারি হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা উলেস্নখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 'গণঅধিকার পরিষদ-জিওপি'কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উদ্যোগে গঠিত হয় গণঅধিকার পরিষদ। তিনি দলটির সভাপতি। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. রাশেদ খান। এক সময় ছাত্রলীগের রাজনীতি করে আসা নুরুল হক নুর ২০১৭ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে নেমে নিজ সংগঠনের বিরাগভাজন হন। ২০১৮ সালে সরকার প্রথম শ্রেণির চাকরিতে কোটা তুলে দেওয়ার পর নুর ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। এরপর কোটা সংস্কারের জন্য গঠন করা কমিটিকে ধীরে ধীরে রাজনৈতিক দলে রূপ দেন, গঠন করেন 'গণঅধিকার পরিষদ'। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটি নিবন্ধন পায়নি। সাত দিনের মধ্যে নিবন্ধন দিতে ২৮ আগস্ট নির্বাচন কমিশনে দলটি আল্টিমেটাম দেওয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করল ইসি। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হলে নবম সংসদের আগে ৩৯টি দল নিবন্ধন পায়। গণঅধিকার পরিষদের নিবন্ধন নম্বর ৫১ হলেও এর আগে শর্ত পূরণে ব্যর্থ এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়। সবশেষ ২১ আগস্ট এবি পার্টিকে নিবন্ধন দেয় ইসি। এখন নিবন্ধিত দলের সংখ্যা ৪৬-এ উন্নীত হলো।