শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার ভোলা
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জাহাঙ্গীর আলম

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলমের তৃতীয় মৃতু্যবার্ষিকী আজ। তিনি ২০২১ সালের এই দিনে পরপারে চলে যান।

১৯৫০ সালের ১৫ জুন ভোলা শহরের জামিরালতা আবু ডাক্তার বাড়িতে জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর আলম। তিনি গড়ে তুলেছেন শিক্ষা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। এ ছাড়া সামাজিক, অর্থনৈতিক বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন তিনি।

তিনি ছিলেন ভোলা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর, ভোলা জেলা জুয়েলারি সমিতির অপ্রতিদ্বন্দ্বী দীর্ঘদিনের সভাপতি, জামিরালতা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, জেলা পলস্নী বিদু্যৎ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ইটভাটা মালিক সমিতির সভাপতি, ভোলা চেম্বার অফ কমার্সের সভাপতি, টাউন কমিটি (বাংলা স্কুল) পরিচালনা পর্ষদের সভাপতি, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, ঠিকাদার সমিতির সভাপতি, ভোলা স্বার্থরক্ষা উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ভোলা লক্ষ্ণীপুর ফেরি সার্ভিস বাস্তবায়ন কমিটির সভাপতিসহ বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর।

মৃতু্যকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন পরিবার ও স্বজনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে