শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

চিকিৎসকদের কমপিস্নট শাটডাউন কর্মসূচি স্থগিত

যাযাদি ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চিকিৎসকদের কমপিস্নট শাটডাউন কর্মসূচি স্থগিত

চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে কমপিস্নট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের সঙ্গে বৈঠকে তারা সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।

রোববার বিকালের বৈঠকে উপদেষ্টা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এর আগে হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে সঙ্গে আলোচনা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের কক্ষে এ বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারজিস আলম ও হাসনাত আবদুলস্নাহও ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য চিকিৎসকরাও তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে দুর্ভোগে পড়েন রোগীরা।

হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ দুই দফা দাবি জানানো হয় চিকিৎসকদের তরফ থেকে। কিন্তু দাবি পূরণের আশ্বাস না মেলায় দুপুরে সারাদেশে সব চিকিৎসাকেন্দ্রে 'কমপিস্নট শাটডাউন' ঘোষণা করে ছয় দফা দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে