শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

২৯ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে অভিযোগ

যাযাদি ডেস্ক
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
২৯ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় উসকানি দেওয়ায় অভিযোগে ২৯ সাংবাদিকসহ মোট ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আইনজীবী এমএইচ গাজী তামিম এ অভিযোগ দাখিল করেন।

আইনজীবী এমএইচ গাজী তামিম সাংবাদিকদের বলেন, 'একটি অভিযোগ দাখিল হয়েছে। সেখানে ২০ মন্ত্রী-এমপি, পুলিশ, সাংবাদিক ও সুশীলকে আসামি করা হয়েছে। যারা ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উসকানি দিয়েছেন এবং টকশো করে গণহত্যার বৈধতা দিয়েছেন।'

২৯ সাংবাদিক হলেন- ১. নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ২. ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ৩. ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি প্রেস ক্লাব, ঢাকা ও সাবেক এমপি। ৪. শ্যামল দত্ত, সাবেক সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব, ঢাকা।

৫. মোজাম্মেল বাবু, সিইও, প্রধান সম্পাদক, একাত্তর টিভি। ৬. নবনীতা চৌধুরী, সাংবাদিক ও টিভি সঞ্চালক। ৭. সুভাষ সিংহ রায়, সম্পাদক, এবি নিউজ ২৪ ডটকম। ৮. আহমেদ যোবায়ের, সাবেক এমডি, সময় টিভি। ৯. তুষার আব্দুলস্নাহ, বার্তাপ্রধান এখন টিভি। ১০. সাইফুল আলম, সম্পাদক, যুগান্তর। ১১. নইম নিজাম, সাবেক সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। ১২. আবেদ খান, সাবেক সম্পাদক,

কালবেলা ও সমকাল। ১৩. প্রভাষ আমিন, বার্তাপ্রধান, এটিএন নিউজ। ১৪. ফারজানা রূপা, সাবেক প্রধান প্রতিবেদক, একাত্তর টিভি। ১৫. শাকিল আহমেদ, সাবেক বার্তাপ্রধান, একাত্তর টিভি।

১৬. মিথিলা ফারজানা (মোবাশ্বিরা ফারজানা মিথিলা), সাবেক হেড ও কারেন্ট অ্যাফেয়ার্স, একাত্তর টিভি। ১৭. জাহেদুল হাসান পিন্টু, সম্পাদক, ডিবিসি। ১৮. মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি। ১৯. আশীস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টিভি। ২০. মানস ঘোষ, হেড অব নিউজ, এশিয়ান টিভি। ২১. প্রণব সাহা, ডিবিসি। ২২. মাসুদা ভাট্টি, বাংলাদেশের সাবেক তথ্য কমিশনার। ২৩. মুন্নী সাহা, সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ। ২৪. জ ই মামুন (জহিরুল ইসলাম মামুন) সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন বাংলা। ২৫. স্বদেশ রায়, নির্বাহী সম্পাদক দৈনিক জনকণ্ঠ। ২৬. সোমা ইসলাম (চ্যানেল আই)। ২৭. শ্যামল সরকার (ইত্তেফাক)। ২৮. অজয় দাশ (সমকাল)। ২৯. আশরাফুল আলম খোকন, সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব।

এ ছাড়া অভিযোগে দালাল সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সুশীল ব্যক্তিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে