বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারি কবিরের ৩য় মৃতু্যবার্ষিকী আজ
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আজ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মিসেস আনোয়ারি কবিরের ৩য় মৃতু্যবার্ষিকী। তিনি ২০২১ সালের এইদিনে ৯৪ বছর বয়সে মৃতু্যবরণ করেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম খায়রুল কবিরের স্ত্রী।
মিসেস আনোয়ারি কবির কলকাতা ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন, লরেটো কনভেন্ট, লেডি ব্রেবোর্ন কলেজ এবং অবশেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে ইংলিশ মিডিয়াম স্কুল লিটল জুয়েলস প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ৬৮তম বর্ষে পৌঁছেছে। স্কুলটি এমন কিছু সেরা পেশাজীবী তৈরি করেছে যারা সব স্তরে জাতি গঠনে অবদান রেখেছেন এবং রেখে যাচ্ছেন।
মিসেস আনোয়ারি কবির পূর্ব পাকিস্তান মহিলা সমিতির (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীকালে তিনি নিখিল পাকিস্তান মহিলা সমিতির (এপিডবিস্নউএ) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আজ ঘোড়াশালে মরহুমার পৈতৃক নিবাসে দোয়া মাহফিল ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। মৃতু্যবার্ষিকীতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি