প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ড. মনিরুজ্জামান আর নেই

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

নরসিংদী প্রতিনিধি
দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামান (৮৫) মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের কৃতী সন্তান। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি এবং কলা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছিলেন। তিনি নজরুল ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। এ ছাড়া রবীন্দ্র একাডেমির সিনিয়র সহ-সভাপতি, দক্ষিণ ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং, মহীশূরের ভিজিটিং লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভাষা, সাহিত্য ও ফোকলোর বিষয়ে ড. মনিরুজ্জামানের ৩৫টির মতো বই এবং শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২৩ সালে একুশে পদক অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, এক ছেলে এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মো. নাদিরুজ্জামান এবং মাতার নাম মোসাম্মৎ ফরিদান্নেছা। নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদে তারই প্রতিষ্ঠিত মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ১১টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।