শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জুবায়ের রহমান চৌধুরী জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান

যাযাদি রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
জুবায়ের রহমান চৌধুরী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে।

মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের স্থলাভিষিক্ত হবেন।

এ নিয়োগ অবিলম্বে কার্যকর হওয়ার কথা তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়, "রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২) (ক) মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।"

বিচারপতি জুবায়ের রহমান গত ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্টে তার নিয়োগ স্থায়ী হয়।

গণআন্দোলনে সরকার পতনের পঞ্চম দিন ১০ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের

ছয় জন বিচারপতি।

পদত্যাগ করা বিচারপতিদের মধ্যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম ছিলেন। তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে এ দায়িত্বে ছিলেন। তার পদত্যাগে চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়। পরে বিচারপতি জুবায়ের রহমানসহ হাইকোর্ট বিভাগের আরও চার বিচারককে আপিল বিভাগে নিয়োগ করা হয়।

হাইকোর্টে জ্যেষ্ঠতার ক্রমে তৃতীয় অবস্থানে থাকা বিচারপতি জুবায়ের রহমান ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন জুবায়ের রহমান চৌধুরী।

১৯৮৫ সালে জজকোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে