ইনু গ্রেপ্তার, গোলাপ শাকিল-রুপা রিমান্ডে
প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। হাসানুল হক ইনুকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিগত আওয়ামী লীগ সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা
বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় মামলা করা হচ্ছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার সরকারের বিভিন্ন মন্ত্রী ও দলের নেতাদের আসামি করা হচ্ছে।
এমন কয়েকটি মামলায় আওয়ামী লীগের জোট শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি
\হরাশেদ খান মেননকে আসামি করা হয়েছে। ২২ আগস্ট মেননকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি পুলিশ রিমান্ডে আছেন।
গোলাপ-শাকিল-রূপা রিমান্ডে
এদিকে সরকার পতনের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকায় একটি হত্যার ঘটনায় করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
একই মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপকেও।
সোমবার ঢাকার মহানগর হাকিম মোশাররফ হোসেন শুনানি শেষে তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
রোববার ঢাকার পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে ধরা হয়। এরপর তাকে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক মো. রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সোমবার তাকে ১০ দিনের রিমান্ডে পেতে আদালতে আবেদন করে পুলিশ। একই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাংবাদিক দম্পতিকে।
সরকার পতনের পর একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ পদ থেকে চাকরিচু্যত শাকিল ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট অ্যান্ড প্রেজেন্টার পদ থেকে চাকরিচু্যত রূপা দেশের বাইরে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরে আটক হন।
২১ অগাস্ট আটকের পরদিন দুই জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাদেরকে টঙ্গীর পোশাক শ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পুলিশের আবেদনে তাদেরকে চার দিনের রিমান্ডে পাঠান বিচারক।