শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

৬ দিনের রিমান্ডে দস্তগীর গাজী, গোলাপ গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৪, ০০:০০
৬ দিনের রিমান্ডে দস্তগীর গাজী, গোলাপ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে রূপগঞ্জ আমলি আদালত-৩ এর বিচারক কাজী মহসিন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ। তিনি জানান, আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

এদিকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাপকে রোববার বিকালে নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে রাজধানীর নাখালপাড়া থেকে রোববার বেলা তিনটার কিছু আগে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আবদুস সোবহানকে গ্রেপ্তারের বিষয়টি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। এ বছরের

জানুয়ারিতে নির্বাচনে তিনি পরাজিত হন।

ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে