সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার
প্রকাশ | ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুজন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সাদেক খান সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট'র ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার তেজগাঁও থানাধীন নাখালপাড়া থেকে মোহাম্মদপুর থানা পুলিশ সাদেক খানকে গ্রেপ্তার করে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. সবুজ রহমান এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি যায়যায়দিনকে বলেন, চলতি বছরের ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুজন নামের একজন নিহত হন। ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে মোহাম্মদপুর থানায়। এ মামলায় সাদেক খানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, 'সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি হিসেবে বিভিন্ন গণমাধ্যমে সাদেক খানের নাম এসেছে। তবে ব্যক্তিগতভাবে আমি এ মামলা সম্পর্কে অবহিত নই। সাদেক খানকে সুজন হত্যায় মোহাম্মদপুর থানায় দায়েরকৃত ১৪ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর পরই সাদেক খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে।'