বন্যার্তদের পাশে কারা বিভাগসহ বিভিন্ন মহল

প্রকাশ | ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কারা বিভাগ। অন্যদিকে, একদিনের বেতন দিচ্ছেন জেলা আদালতের বিচারকরা ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মীরা। এছাড়া, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন জেলার কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাও বন্যায় আক্রান্ত হলেও থেমে থাকেনি তাদের মানবিক সেবা কার্যক্রম। বন্যা আক্রান্ত কারাগারের কর্মকর্তারা যার যার অবস্থান থেকে বন্যাদুর্গত কারাবন্দিদের এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছেন। শুক্রবার কারা বিভাগের অনুকরণীয় উদ্যোগের কারণে বন্যার্তদের সহায়তায় স্বেচ্ছায় এগিয়ে এসেছে অনেক কারা সদস্য। স্মরণকালের বন্যায় আক্রান্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলা। আকস্মিক ভয়াবহ বন্যার ছোবল থেকে বাদ যায়নি জেলার অনেক কারাগার। সেই সঙ্গে মসজিদ, মন্দির, দেবীলয়ও ডুবে গেছে। বিশেষ করে ফেনী জেলার ভয়াবহ বন্যায় উপদ্রম্নত হয়েছে ফেনী জেলা কারাগারের সকল বন্দি এবং কারা কর্মচারীরা। শুক্রবার জরুরিভিত্তিতে ফেনী কারাগারের বন্যা আক্রান্ত চার শতাধিক কারাবন্দির জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি হেলিকপ্টারে করে শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয় জল পাঠানো হয়। প্রায় এগারো সহস্রাধিক কারা কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের সমপরিমাণ বেতন অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়ার উদ্যোগ নিয়েছে। এই মহতী ও অনুকরণীয় উদ্যোগে সরকারের অন্যান্য বিভাগ, দপ্তর-পরিদপ্তরও অবদান রয়েছে। এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মীদের উদ্যোগ এদিকে, বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও মাঠ প্রশাসনের সব সদস্য। শনিবার দুপুরে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্য একদিনের বেতন প্রধান উপদেষ্টর ত্রাণ ও ক্যালাণ তহবিলে প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।' বন্যার্তদের পাশে আইসিটি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সরকারের এই মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বন্যার্তদের জন্য অনুদান দেওয়ার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলছে, শনিবার এই নির্দেশনা দিয়েছেন নাহিদ; যা রোববারের মধ্যে বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'রোববারের মধ্যে এই অর্থ স্ব-স্ব দপ্তর প্রধানের মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার কাছে প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে উত্তোলিত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।' একদিনের বেতন দেবেন জেলা আদালতের বিচারকরা সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকরা একদিনের বেতনের টাকা বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্র্বর্তীকালীন কমিটি। শনিবার সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন (গালিব) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের একদিনের বেতনের অর্থ দিয়ে একটি জরুরি তহবিল গঠন করা হয়েছে। এছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও অংশ নিচ্ছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এরইমধ্যে দুর্গত এলাকাগুলোতে বন্যাকবলিত জনসাধারণের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। জরুরি ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর ক্ষেত্রে বিচারকরা আশাব্যঞ্জক সাড়া দিয়েছেন উলেস্নখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই দিনের মধ্যে বিচারকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে তা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতে অনলাইন মাধ্যমে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।